301666

২৭ কোটি টাকার মাছ পেয়েও ছেড়ে দিলেন তারা!

আয়ারল্যান্ডের সমুদ্রে ধরা পড়েছে একটি সাড়ে আট ফুটের টুনা মাছ। তবে মাছটিকে ধরেও ছেড়ে দেওয়া হয়। দেশটির গণমাধ্যম আইরিশ মিরর জানিয়েছে, আয়ারল্যান্ডে আজ পর্যন্ত যত টুনা মাছ ধরা পড়েছে, এটি তার মধ্যে সবচেয়ে বড়।

২৭০ কেজি ওজনের ওই টুনা মাছটির বাজারে দাম হতো প্রায় ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৯৯১ টাকা।

মাছটি ধরেছিলেন দেশটির ওয়েস্ট কর্কের বাসিন্দা ডেভ অ্যাডওয়ার্ড নামের এক ব্যক্তি। তার সঙ্গে ডারেন ও’সুলিভান এবং হেন্ক ভেল্ডম্যান নামের আরও দুই সঙ্গী ছিলেন। তারা পেশাদার মৎস্যজীবী নন। তারা যেটা করেন তা হলো, মাছ ধরে আবার সেগুলো সমুদ্রে ছেড়ে দেন। তারা আটলান্টিকে মাছের সংখ্যা বাড়ানোর একটি কর্মসূচির জন্য এই কাজ করেন। সেই কর্মসূচিতে গিয়েই তাদের বড়শিতে এই বিশাল টুনা মাছটি ধরা পড়ে।

মাছটি এত বড় ছিল যে, তাতে ট্যাগ লাগানোর আগে পানিতে রেখেই মাপ নিতে হয়। মাছটির ওজন ছিল ২৭০ কেজি।

টুনা মাছটির দুটি ছবি ওয়েস্ট কর্ক কার্টার নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। অনেক মানুষ তাতে প্রতিক্রিয়াও জানিয়েছেন। ডেভরা ছাড়াও এই মাছ ধরা ও ছাড়ার কর্মসূচিতে আরও ১৪টি নৌকা অংশগ্রহণ করেছিল। এই কর্মসূচি চলবে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত।

ad

পাঠকের মতামত