299387

ডেঙ্গুতে তিতুমীর কলেজের আরেক ছাত্রের মৃত্যু

ডেঙ্গুর বিস্তারের মধ্যে মশাবাহিত এই রোগে ঢাকার সরকারি তিতুমীর কলেজের আরো এক ছাত্র মারা গেছেন। নিহতের নাম কামাল উদ্দিন মেহেদী। সে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবার মার্স্টাস পরীক্ষা দিয়েছে।তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলায়। রাজধানীর মুগদাতে থাকতো মেহেদী। গতমাসে দাদা গ্রুপের একটি কোম্পানীতে চাকরিতে জয়েন্ট করেন তিনি। সে সুবাদে গাজীপুরের জয়নবাজার ছিলো তার কর্মস্থল।

গত ১৮ তারিখ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পর জ্বর অনুভব করেন। বুধবার (২১ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর সন্ধ্যার দিকে না ফেরার দেশে চলে যান মেহেদী। এর আগে, গত ৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামে অর্থনীতির স্নাতকোত্তরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। কুমিল্লার মুরাদনগরের ছেলে মেহেদী ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে।

ad

পাঠকের মতামত