298882

দরকার পড়লে পাকিস্তানে ঢুকে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

কাশ্মীর সীমান্তে ফের গুলি চালিয়েছে ভারত। ভারতীয় বাহিনীর চালানো হামলায় গত রোববার ২ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। পাল্টা হামলায় ২ ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। এদিকে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত সরাসরি নাম না উল্লেখ করে এবার পাকিস্তানের উদ্দেশে কড়া হুমকি দিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করে বিপিন রাওয়াত জানান, দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য যেকোনো সময় সব রকমভাবে তৈরি ভারতীয় সেনা।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। দরকার পড়লে পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসাবে পাকিস্তানকে আরো শিক্ষা দিতে চায় ভারত। বিপিন রাওয়াত বলেন, ‘দরকার হলে বালাকোটের মতো পাকিস্তানের ভূখণ্ডে ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান।’

ভারতীয় সেনা সূত্রে খবর, ভারতে উরি হামলার পর থেকে ১১ হাজার কোটি রুপির অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। যার মধ্যে ৯৫ শতাংশ অস্ত্র এরই মধ্যে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত