298447

রওশনের জন্য এরশাদের পাশেই কবরের জায়গা রাখা হয়েছে

অবশেষে রংপুরের পল্লী নিবাসের লিচুবাগানেই এরশাদকে দাফন করা হবে বলে জানিয়েছে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা শেষে তিনি এ ঘোষণা দেন।

জানাজা শেষে মরদেহ নেওয়ার পথে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার অনুসারীরা লাশবাহী গাড়ি আটকে দেন। পরে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এরশাদের দাফন রংপুরে হবে বলে ঘোষণা দেন।

এদিকে রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে সেখানে এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। এরশাদের পাশে তার জন্যও কবরের জায়গা রাখার অনুরোধ করেছেন সহধর্মিণী রওশন।

প্রসঙ্গত, গত রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

ad

পাঠকের মতামত