298041

পশ্চিমবঙ্গে মোদির ভরাডুবি ঘটালেন তৃণমূলের তারকারা

ভারতের লোকসভা নির্বাচনের শুরু থেকেই লাইমলাইটে ছিলেন টিভির জনপ্রিয় তারকারা। ভোট গণনাতেও এগিয়ে আছেন পশ্চিমবঙ্গের তৃণমূল তিন হেভিওয়েট তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক গণনায়, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৩৯ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯১ আসনে। অন্যান্য দলগুলোর অবস্থান ১১২। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখনও শক্ত অবস্থান তৃণমূল কংগ্রেসের।

টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে এক লাখ ৭৬ হাজার ৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। তার থেকে প্রায় ৭০ হাজার ভোট কম পেয়েছেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। বসিরহাটে ৫৪ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের নুসরাত। অন্যদিকে ৩৯ হাজার ১৯১টি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপির সায়ান্তানু বসু।

এদিকে শুরুতে কিছুটা হলেও কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের থেকে পিছিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। তবে সর্বশেষ এই মুহূর্তের খবর অনুযায়ী, প্রায় এক হাজার ভোটে এগিয়ে আসনটি দখলে নেন দেব৷

১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪২টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টিই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

ad

পাঠকের মতামত