297553

মাত্র ১১ ঘণ্টা রোজা রাখে যে দেশের মানুষ

ইসলাম ডেস্ক।। সংযমের মাস রমজান। এ মাসে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ সারাদিন উপোস করে থাকে। তবে সব দেশের মানুষের রোজা পালনের সময় এক নয়। এমন অনেক দেশ আছে যেখানে রোজা রাখতে মাত্র ১১ ঘণ্টা। ২০১৯ সাল মোতাবেক ১৪৪০ হিজরির রমজান মাসে সবচেয়ে কম সময় রোজা পালন করেন ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। মাত্র ১১ ঘণ্টা সময়ে তাদের রোজা সম্পন্ন হয়।  সবচেয়ে কম সময়ে যেসব দেশের মানুষের রোজা সম্পন্ন হয়, সেসব দেশগুলো হলো-

>> ১১ ঘণ্টা : আর্জেন্টিনার উশুইয়া। >> ১২ ঘণ্টা ০৪ মিনিট : চিলির সান্তিয়াগো। >> ১২ ঘণ্টা ২৮ মিনিট : ব্রাজিলের রিও ডি জেনেইরু। >> ১২ ঘণ্টা ০৪ মিনিট : দক্ষিণ আফ্রিকার কেপটাউন। >> ১৩ ঘণ্টা ০৫ মিনিট : তানজানিয়ার দারুস সালাম। >> ১৩ ঘণ্টা ১৭ মিনিট : কেনিয়ার নাইরোবি। >> ১৩ ঘণ্টা ৪৪ মিনিট : ইথিওপিয়ার আদ্দিস আবাবা। >> ১৪ ঘণ্টা ৫১ মিনিট : ভারতের দিল্লি। >> ১৪ ঘণ্টা ২৫ মিনিট : আমেরিকার মিয়ামি। >> ১৪ ঘণ্টা ০৯ মিনিট : ভারতের হায়দ্রাবাদ। >> ১৪ ঘণ্টা ০৫ মিনিট : ইয়েমেনের সানা। >> ১৪ ঘণ্টা ৩৩ মিনিট : ওমানের মাস্কাট। >> ১৪ ঘণ্টা ৩৭ মিনিট : সৌদি আরবের রিয়াদ। >> ১৪ ঘণ্টা ৪৯ মিনিট : বাংলাদেশের ঢাকা।

বিশ্বের অনেক দেশেই প্রায় ২১ ঘণ্টায় রোজা পালন করতে হয়। তবে সবচেয়ে কম সময়ে আর্জেন্টিনাসহ মধ্য প্রাচ্যের অনেক মুসলিম দেশ রোজা পালন করে থাকে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। এ দেশে প্রায় সাড়ে ১৪ ঘণ্টায় রোজা পালন করে মানুষ। রোজা পালনের সময় যত লম্বাই হোক না কেন, মুসলিম উম্মাহ আল্লাহর বিধান পালনে এ কম-বেশি সময় পানাহারসহ যাবতীয় বিধি-নিষেধ পালন করে থাকে।

উল্লেখ্য যে, ২০১৯ সাল মোতাবেক ১৪৪০ হিজরি সনের রমজান মাসে সবচেয়ে বেশি সময় ধরে রোজা পালন করে থাকেন রাশিয়ার মুরমান্স-এর অধিবাসীরা। তারা ২০ ঘণ্টা ৪৫ মিনিট সময় ধরে রোজা পালন করে থাকেন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের সব মুসলিমকেই ধৈর্য ও সংযমের মাধ্যমে রোজা পালন করার তাওফিক দান করুন। আমিন।

ad

পাঠকের মতামত