296793

মেয়রের দেওয়া মূল্য তালিকায়ও গরুর মাংসের কেজি ৫২৫ টাকা

রমজান মাসে মাংসের বাজার স্থিতিশীল রাখতে বিগত বছরগুলোর মতো এবারও গরু, খাসি ও ভেড়ার মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই রমজানে প্রতি কেজি দেশি গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২৫ টাকা, বিদেশি গরু বা বোল্ডার প্রতি কেজি ৫০০ টাকা, মহিষ ৪৮০ টাকা, খাসি ৭৫০ টাকা এবং ছাগী বা ভেড়ার প্রতি কেজি মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা।

মঙ্গলবার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে জানিয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ ডিএসসিসির কর্মকর্তারা ও অন্য মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত