296698

সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল : ফখরুল

অতীতে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু এখন যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের জন্য বর্তমান পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তবে বিএনপি নিরাশ নয়।’

সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করতে হবে বলেও জানান ফখরুল। তিনি বলেন, সস্তা স্লোগান দিলে হবে না, ‘ঘরে-বাইরে দুই দিকেই সংগ্রাম করতে হবে।’তবে পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনীতির পরিবর্তন গ্রহণ করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘১০ বছর ধরে জনগণের অধিকার হরণ করছে সরকার। গণতান্ত্রিক স্তম্ভকে ধ্বংস করে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমকে।’এ সময় কারাগারে বেগম জিয়ার কিছু হলে তার সব দায়ভার সরকারকেই নিতে হবে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad

পাঠকের মতামত