296290

ফণী আঘাত হানার আগেই বিপদে আবহাওয়া অফিস

অচল হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট। ঘূর্ণিঝড় ফণীর সবশেষ অবস্থান জানতে অনেক ব্যবহারকারী একসঙ্গে সাইটটিতে ঢোকার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপদে পড়েছে সংস্থাটি।আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি অধিদপ্তরের হটলাইনে ফোন করেও খবর জানতে পারছে না কেউ।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে অনেক ব্যবহারকারী সাইটটিতে ঢোকার কারণে হ্যাং হয়ে গেছে। এটি ঠিক করতে ঘণ্টা চারেক সময় লাগতে পারে। আমাদের ইন্টারন্টে সংযোগও নেই। আমরা বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করি। বিষয়টি বিটিসিএল-কে জানানো হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করেও জনসাধারণ আবহাওয়ার খবরও জানতে পারছেন না বলেও জানান শামসুদ্দিন। তিনি আরও বলেন, ‘নম্বরটি বিটিসিএল নিয়ন্ত্রণ করে, ওখানে মানুষ ফোন করে সেবা পাচ্ছে না। এটা বিটিসিএলএর ইস্যু, কিন্তু মানুষ মনে করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিষয়। আমরা অন্ধকারে।’

ad

পাঠকের মতামত