296270

পরিচয় গোপন রেখে দুই কর্মকর্তাকে কৃষিমন্ত্রীর ফোন!

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মন্ত্রী হিসেবে নিজের পরিচয় গোপন রেখে দুই কর্মকর্তাকে ফোন করে তাদের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় মাঠপর্যায়ের দুই কৃষি কর্মকর্তাকে ফোন দেন মন্ত্রী।ই-কৃষি সেবার লক্ষ্যে চালু হওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম কৃষি বাতায়ন ও কৃষক বান্ধু ফোন সেবার মান এবং কৃষি তথ্য পেতে মোবাইল ফোনের মাধ্যমে ৩৩৩১ নম্বরে ওই ফোন করেন তিনি।

মোবাইল ফোনের মাধ্যমে ৩৩৩১ নম্বরে ফোন করে ফরিদপুর জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময়ে কী কী ফসল চাষ হচ্ছে, কৃষিপণ্যের মূল্যসহ নানান বিষয়ে তাদের কাছে জানতে চান মন্ত্রী। তবে এ সময় মন্ত্রী তার পরিচয় দেননি। প্রসঙ্গত, গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মীর সঙ্গে কৃষকের সার্বক্ষণিক যোগাযোগ, কৃষি গবেষণার সঙ্গে মাঠপর্যায়ের সংযোগ, কৃষি তথ্যভিত্তিক জ্ঞানভান্ডার গড়ে তোলা এবং মাঠপর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত বিবিধ প্রতিবেদন আদান-প্রদান সহজ করতে কৃষি বাতায়ন ও ‘কৃষক বন্ধু ফোন সেবা’ চালু করা হয়।

ad

পাঠকের মতামত