296249

এবার ফুটপাত দখলদারত্বের বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের ফেসবুক লাইভ

এই সময়ের বহুল আলোচিত নাম ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ফেসবুকে ভিডিও প্রকাশ করে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি। তিনি ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে রীতিমতো সামাজিক আন্দোলন শুরু করেছেন। যেখানেই অনিয়ম, সেখানেই ফেসবুক খুলে লাইভে আওয়াজ তুলছেন। শত শত ব্যবহারকারী সেই ফেসবুক লাইভ শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন, আর হাজার হাজার দর্শক সেই ভিডিও নজরে নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

নরসিংদীর শিবপুরে রাস্তার প্রায় মধ্যখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি, রাজধানীর কাঁটাবন মোড়ে বালু ও ময়লা-আবর্জনার স্তূপ করে ফুটপাত দখল করে রাখা, নুসরাত হত্যাকাণ্ডের পর সোনাগাজীর ওসির বিরুদ্ধে মামলা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কলেজসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছেই ময়লার ভাগাড়ের মতো বিষয়গুলো সুমনের মাধ্যমেই আলোচনায় আসে।

বুধবার, মে দিবসে এই সুমন এবার নজরে এনেছেন রাজধানীর রামপুরা ব্রিজে ফুটপাতের ওপর হঠাৎ করে তৈরি করা একটি টিনের ঘর। ভিডিওতে তিনি দেখিয়েছেন ফুটপাত দখল করা এই ঘরটির ফলে পথচপারীদের ফুটপাত থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হয়।

রামপুরা ব্রিজের উপর রাবণের চোখ পড়েছে- বাঁচাবেন কি কেউ ?

রামপুরা ব্রিজের উপর রাবণের চোখ পড়েছে- বাঁচাবেন কি কেউ ?

Posted by Barrister Syed Sayedul Haque Suman on Wednesday, 1 May 2019

ad

পাঠকের মতামত