296120

মির্জা ফখরুলের কোনও চিঠি পাইনি: স্পিকার

নিউজ ডেস্ক।। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কোনও চিঠি পাননি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার স্পিকার একথা জানান। শিরীন শারমিন চৌধুরী বলেন, এমপি হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনও চিঠি আমার কাছে পৌঁছেনি। তিনি বলেন, যদি ২৯ এপ্রিলের মধ্যে কোনও চিঠি সংসদ সচিবালয়ে পৌঁছে থাকে তবে তা গ্রহণ করা হবে। আর সময় চেয়ে মির্জা ফখরুল কোনও চিঠি না দিয়ে থাকলে সংবিধান অনুযায়ী ওই আসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান অনুযায়ী কোনও সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে ওই আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরের মাসে অর্থাৎ ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসেবে ২৯ মার্চ সংসদ অধিবেশনের ৯০ দিন শেষ হয়।এবারের নির্বাচনে বিএনপির  নেতৃত্বে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামসহ বেশ কয়েকটি দল। এতে ৩০০ আসনের মধ্যে বিএনপি ছয়টি এবং গণফোরাম দুটি আসনে বিজয়ী হয়।

একাদশ সংসদে এখন পর্যন্ত গণফোরামের দুইজন এবং বিএনপির পাঁচজন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথ নিতে বাকি রয়ে যাওয়া মির্জা ফখরুল বলছেন, দলীয় সিদ্ধান্তেই কৌললের অংশ হিসেবে শপথ নিচ্ছেন না তিনি। উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত