296021

বিশ্বকাপের নতুন জার্সি বানানোর কাজ শুরু

স্পোর্টস ডেস্কঃ নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের জন্য বানানো জার্সিতে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের ডিজাইনের বিশ্বকাপ জার্সি বদলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নতুন ডিজাইনের জার্সি তৈরির নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেই মোতাবেক কাজও শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

সুজন বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ইতোমধ্যে বলেছেন এটার ব্যাপারে কাজ করার জন্য এবং আমরা এর ‍ওপরে কাজ করছি।’ বিশ্বকাপে মাশরাফিদের জন্য দুটি জার্সি নির্বাচন করা হয়েছে। হোম জার্সির পুরোটাই সবুজ, তাতে লাল রঙয়ের ছিটেফোটাও নেই। অ্যাওয়ে জার্সি আবার পুরোটাই লাল রঙের। তবে দুই বাহুতে সবুজের ছোঁয়া রয়েছে তাতে। সামনে বাংলাদেশ লেখার ফন্টেও রয়েছে সবুজ রঙ। মঙ্গলবার সবুজ রঙয়ের জার্সি পরেই অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সূত্রপাত। ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, জার্সি দুটি আয়ারল্যান্ড-পাকিস্তান কিংবা জিম্বাবুয়ের জার্সির মতো লাগছে। এতে লাল-সবুজের মিশ্রণ নেই। যদিও জার্সি উন্মোচন শেষে সোমবার বোর্ড সভাপতি জার্সির ব্যাপারে ইতিবাচক মন্তব্যই করেছিলেন, ‘জার্সিটা ভালো লেগেছে। আজই প্রথম দেখলাম। জানা মতে, জার্সিটা খেলোয়াড়দের মতামত নিয়েই করা হয় প্রতিবার। ওরা যখন খুশি, আমিও খুশি।’

পরবর্তীতে গতকাল রাতেই দেশের একটি বেসরকারী টিভি চ্যানেলে বিসিব সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দেশের জনগণের আকাঙ্ক্ষা ও সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ad

পাঠকের মতামত