293885

২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট

আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ট্রেনের আগাম টিকিট বিক্রি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুর বনানীসহ ছয়টি জায়গা থেকে আগাম টিকিট সংগ্রহ করা যাবে। বুধবার রেল মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা যায়। আগামী ৫ জুনকে ঈদুল ফিতরের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। বেচাকেনা শুরুর দিন মিলবে ৩১ মের যাত্রার টিকিট। ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট ও ২৪ মে পাওয়া হবে ২ জুনের আগাম টিকিট।এছাড়া ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট ও ২৬ মে বিক্রি হবে ৪ জুনের আগাম টিকিট।

কিন্তু এবার ঈদের রেল টিকিট রেলওয়ের নতুন তৈরি করা অ্যাপে মিলবে না। টিকিট কাউন্টার থেকে বেচাকেনা চলবে আগের নিয়মেই। সরাসরি কাউন্টার ছাড়াও আগের নিয়মে মোবাইল ও অনলাইনে মিলবে ঈদের টিকিট। প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করতে পারবেন।

ad

পাঠকের মতামত