293895

শেখ হাসিনা মিষ্টি পাঠান, মমতা পাঠান কুর্তা

ভারতে ১৭তম লোকসভা নির্বাচনে ভোট চলছে। মঙ্গলবার হয়ে গেলো তৃতীয় দফা ভোট। আর এই নির্বাচনের ডামাডোলের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অন্যরকম সাক্ষাৎকার নিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সেখানে ঘুরেফিরেই এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি জানান, এখনও তাকে বছরে তিন- চার বার পাঞ্জাবি পাঠান মমতা। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হসিনা তাকে মিষ্টি পাঠান বলেও জানিয়েছেন মোদি।

অক্ষয় মঙ্গলবারই মোদির সঙ্গে কথোপকথনের আভাস দিয়েছিলেন। টুইটারে অক্ষয় লিখেছেন, নির্বাচনের মরসুমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপচারিতা কিছুটা অন্যরকম হতে চলেছে, অন্য স্বাদ আনতে চলেছে। গোটা দেশ যখন নির্বাচন নিয়ে কথা বলছে তখন সম্পূর্ণ অন্যরকম একটি আলাপচারিতায় যোগ দিয়েছেন তিনি। অক্ষয় কুমারের প্রশ্ন ছিল, ‘বিরোধীদের মধ্যে আপনার কোনও বন্ধু আছে?’ মোদির জবাবে প্রথমেই উঠে এসেছে মমতার নাম। তিনি বলেন, ‘আপনারা শুনে আশ্চর্য হবেন এবং ভোটের মরসুমে এটা বলা আমার উচিত নয়। কিন্তু মমতা দিদি আমার জন্য প্রতি বছর উপহার পাঠান। একটি বা দু’টি কুর্তা পাঠান এবং সেটা উনি নিজে পছন্দ করেন। মিষ্টি পাঠান।’

রাজনীতির ময়দানে প্রতিনিয়ত লড়াইয়ে লিপ্ত বিজেপি-তৃণমূল। আর এখন ভরা ভোটের মৌসুমে মোদি-মমতার কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট প্রচারে এসে মোদি যেমন মমতাকে তীব্র আক্রমণ করছেন, তেমনই মমতাও পাল্টা কটাক্ষ, আক্রমণ শানিয়ে যাচ্ছেন। এমনই উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের মধ্যেই মোদি কিনা বললেন ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় তার বন্ধু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার

মোদি ও অক্ষয়ের এই আলাপচারিতা বুধবার প্রকাশিত হয়। ঠিক একদিন আগে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। শুধু তাই নয় যখন এই বক্তব্য প্রচারিত হচ্ছে তার কয়েক ঘণ্টা পরেই এ রাজ্যে প্রধানমন্ত্রীর দু’দুটি নির্বাচনী জনসভা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে উপহার পাঠান। তবে পাঞ্জাবি নয়, মিষ্টি। এটা জানতে পেরে মমতা দিদিও আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন।’

তবে এর পাশাপাশি মোদির ব্যক্তিগত জীবনের অনেক কথাই উঠে এসেছে সাক্ষাৎকারে। কখনও প্রধানমন্ত্রী হবেন, সেটা কোনওদিনই ভাবেননি মোদি। সোশ্যাল মিডিয়ার সমালোচনাকে যে তিনি ইতিবাচক ভাবেই নেন এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি দেখেন বলেও জানিয়েছেন। ২৪ ঘণ্টায় মাত্র তিন-চার ঘণ্টা ঘুমের কথা বলতে গিয়ে টেনে এনেছেন বারাক ওবামার কথা। তিনি নাকি দেখা হলেই মোদিকে ঘুম বাড়ানোর পরামর্শ দেন।

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে মোদির এই সাক্ষাৎকারকে ‘অরাজনৈতিক’ বলা হলেও মোদির এই মন্তব্যে ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণের দরজা খুলে রাখার ইঙ্গিত পাচ্ছেন পর্যবেক্ষকরা। সূত্র: এনডিটিভি

ad

পাঠকের মতামত