293993

নিউজিল্যান্ডে মসজিদে হামলার শিকার মুসলিমদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চের মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন মুসলিমরা। এ হামলা শিকার হওয়া মুসলিমদের নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) সুযোগ দেওয়া হবে।এ জন্য নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ বুধবার একটি নতুন ভিসা পদ্ধতি চালু করেছে।ওই হামলার সময় যেসব লোক (মুসল্লি) মসজিদ আল নুর বা লিনউড মসজিদে ছিলেন তার বিশেষভাবে ওই ভিসার আওতভুক্ত হবেন বলে জানা গেছে।

জানা গেছে, ওই ব্যক্তিদের অব্যবহিত পরিবারগুলোও ওই ভিসার আওতাভুক্ত হবেন।ক্রাইষ্টচার্চের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পার্মানেন্ট রেসিডেন্ট রেসিডেন্ট ভিসা (২০১৯) চালু করা হয়েছে। এটি ২৪ এপ্রিল থেকে কার্যকর হবে।ওই হামলার সময় দুটি মসজিদের যেকোন একটিতে উপস্থিত ছিলেন এমন যেকোনো ব্যক্তি নতুন এই ভিসা সুবিধা পাবেন।

তবে ২০২১ সালের ২৪ এপ্রিলের পর ওই ভিসার জন্য আবেদন করা যাবে না।প্রসঙ্গত, ১৫ মার্চ নিউজিল্যান্ডের দুটি মসজিদে জুমার নামাজের সময় এক বন্দুকধারী গুলি চালায়। এতে ৫৫ জন নিহত হন। ওই ঘটনায় আরো ৫০ জন গুরুতর আহত হন। এটা ছিল নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনা।সূত্র : ডেইল মেইল

ad

পাঠকের মতামত