293107

শ্রীলঙ্কায় হতাহতদের মধ্যে বাংলাদেশীসহ ২৭ জন বিদেশি

নিউজ ডেস্ক।। শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন বিদেশি রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, ব্রিটেন, ডেনমার্ক, তুরস্ক ও হল্যান্ডের নাগরিক। নিহতদের তালিকায় রয়েছে বাংলাদেশি শিশু জায়ান। তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন। প্রিন্স সংসদ সদস্য শেখ সেলিমের জামাতা। শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

নিহতদের মধ্যে তিনজন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। মন্ত্রী টুইটে লেখেন, ন্যাশনাল হসপিটাল ভারতীয় হাই কমিশনকে জানিয়েছে, নিহত তিন জন হলেন লক্ষ্মীনি, এন চন্দ্রশেখর এবং রমেশ। বাকি তথ্য জানার কাজ শুরু করেছি আমরা।

সুষমা স্বরাজ আরো লিখেছেন, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীকে তিনি জানিয়েছেন ভারত সব রকমের সাহায্যের জন্য তৈরি। আহতদের জন্য ওষুধ দরকার হলে তাও পাঠাতে পারে ভারত। পাশাপাশি ভারতীয়দের জন্য শ্রীলঙ্কার হাই কমিশন সমস্ত ব্যবস্থা করে রেখেছে বলেও জানান সুষমা। এদিকে, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন । বিবিসি। এনডিটিভি

ad

পাঠকের মতামত