292947

শবে বরাত উপলক্ষ্যে গরুর মাংসের কেজি ৭০০ টাকা!

নিউজ ডেস্ক।। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, এক শ্রেণির অর্থলোভী ব্যবসায়ীরা গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৭শ টাকা এবং মুরগির মাংস প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি করছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে রোববার সকালে উপজেলার রত্মাপালং ইউনিয়নের হারুন মার্কেট, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনার পাড়া বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় গরু ও মহিষের মাংস কেজি প্রতি ৭শ টাকা দরে বিক্রি করায় হারুন মার্কেট এলাকার ৪ কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম জানান, উখিয়া সদর বাজার, কুতুপালং, বালুখালী বাজারে অভিযান চালিয়ে ৭ জন কসাইয়ের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে উখিয়ার মানবাধিকার কর্মী মো. ইসমাইল অভিযোগ করেন, অভিযান চলার পরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গরু, মহিষ, মুরগির মাংস চড়া দামেই বিক্রি করেছে।সমকাল।

ad

পাঠকের মতামত