292789

শবে বরাতের রাতেও আল্লাহ যে ২৫ প্রকার মানুষকে ক্ষমা করেন না

ইসলাম ডেস্ক।। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে বলা হয় শবে বরাত। এই রাত অত্যান্ত ফজিলতপূর্ন, বরকতময়, তাৎপর্যপূর্ন। অসীম কল্যাণে ভরপুর এই শবে বরাতের রজনী বান্দার জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। শবে বরাতের রাতে আল্লাহ পাক রাব্বুর আলামীন মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টি দেন। দয়ার সাগরে ঢেউ উঠে। মাগফিরাতের দ্বার উন্মোচিত হয় সকল বান্দার জন্য। কিন্তু এমন রাতেও আল্লাহ পাক কয়েকপ্রকার মানুষকে ক্ষমা করেন না। কারা সেই হতভাগা?

(১) মুশরিক (২) মাতা-পিতার অবাধ্য সন্তান (৩) আত্মীয়দের সাথে ন্যায়সঙ্গত কারণ ছাড়া সম্পর্ক ছিন্নকারী (৪) জালিম শাসক ও তাহাদের সহযোগী (৫) না হক হত্যাকারী (৬) পরনারীগামী (৭) মদ্যপানকারী (৮) ইর্ষাপরায়ণ (৯) নিন্দাকারী (১০) গনক ও রেখা টানিয়া অথবা ফালনামা দেখিয়া ভাগ্য ও ভবিষাৎ শুভাশুভ নির্ধারণকারী (১১) গায়ক ও বাদক (১২) মিথ্যা শপথের সাহায্যে পণ্য বিক্রয়কারী (১৩) পায়ের গিরার নিচে গর্ব সহকারে কাপড় পরিধানকারী

(১৪) যাদুকর (১৫) পরস্পর শত্রুতা ভাব পোষণকারী (১৬) কৃপণ (১৭) অন্যায়ভাবে শুল্ক আদায়কারী (১৮) জুয়াড়ি (১৯) দাবা-পাশার খেলোয়াড় (২০) বিদআ’ত প্রচলনকারী (২১) মিথ্যা সাক্ষ্যদানকারী (২২) সুদ দাতা (২৩) সুদ গ্রহিতা (২৪) ঘুষ দাতা ও গ্রহিতা (২৫) সন্ত্রাস ও ফাসাদ সৃষ্টিকারী।

ad

পাঠকের মতামত