292664

মালয়েশিয়ায় গোল্ড কয়েন বিক্রির দায় দুই বাংলাদেশি অভিযুক্ত

মালয়েশিয়ায় গোল্ড কয়েন বিক্রির প্রতারণার অভিযোগে অভিযুক্ত মালয়েশিয়ার আদালতে দুই জন বাংলাদেশি। শুক্রবার মালয়েশিয়ার একটি আদালতে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হন মোহাম্মদ শাহিন (৩১) এবং মোহাম্মদ মামুন (২৩)। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই বাংলাদেশি গোল্ড কয়েন দেওয়ার জন্য ইসমাইল ইসহাককের সঙ্গে ১০ লক্ষ টাকা এবং মোঃ সাফিক জামালুদ্দিনের সাথে ২ লক্ষ প্রতারণা করে। এদিকে আদালতে অভিযুক্ত দুই বাংলাদেশি মালায় ভাষা না বুঝার কারণে আগামী ৩০ এপ্রিল সুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

অভিযুক্ত ২ বাংলাদেশির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছরের জেল জরিমানা হতে পারে বলে জানান ডেপুটি পাবলিক নূর মোহাম্মদ আজিজ। এদিকে প্রতারণার অভিযোগ আনা দুইজন ব্যক্তি কোন দেশের তা উল্লেখ করা হয়নি।

ad

পাঠকের মতামত