291797

স্ত্রী হত্যার দায়ে ব্রিটিশ বাংলাদেশির যাবজ্জীবন

প্রবাস ডেস্কঃ লন্ডনে স্ত্রী হত্যার দায়ে বৃটিশ বাংলাদেশি স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন দেশটির ওল্ড বেইলি আদালত। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা মোহাম্মদ আনহার আলী তার স্ত্রী নাজিয়া বেগমকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলে আদালত এই দণ্ড প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ৩২ বছর বয়সী আনহার আলী গত বছরের ২২ শে অক্টোবর স্ত্রী নাজিয়া বেগম আলীকে হত্যা করে নিজেই পুলিশ ডাকেন। হত্যাকাণ্ডের সময় নাজিয়ার বয়স ছিল ২৫ বছর। তাদের দুটি সন্তানও রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের দু’ বছর পর থেকেই আনহার আলীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না নাজিয়ার। ফলে ২০১৭ সালের নভেম্বর থেকে তারা আলাদা বসবাস শুরু করেন। এক পর্যায়ে স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চান নাজিয়া। আর এর সূত্র ধরেই পারিবারিক কলহের কারণে স্ত্রী নাজিয়াকে হত্যা করেন পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের বাসিন্দা আনহান আলী। যাবজ্জীবন এই কারাদণ্ডের কারণে ঘাতক আনহার আলীকে অন্তত ২৬ বছর জেল খাটতে হবে।

ad

পাঠকের মতামত