291597

শাহবাগে কাফন গায়ে তারা মৃত্যুর জন্য প্রস্তুত!

ধর্ষণ ও খুনের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে দাঁড়িয়েছে তারা। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া ফেনীর নুসরাতকে হত্যার ঘটানাটিকে উল্লেখ করা হয় এই প্রতিবাদ কর্মসূচিতে। ১৭ এপ্রিল বুধবার রাত ৮ টায় ‘ভিক্টিম পক্ষ’ এর ব্যানারে তারা শাহবাগ চত্বরে দাঁড়িয়ে প্রতিবাদ করে। ‘নারী নিপীড়ন এবং বিচারহীনতার প্রতিবাদ’ এই কর্মসূচির আহ্বায়ক শারমিন জাহান অর্পি বলেন, দেশে চলমান নারী নিপীড়নের পরিসংখ্যানের দিকে তাকালে আমরা আতংকিত হয়ে দেখি যে প্রতিনিয়ত এদেশে নারী নিপীড়ন বাড়ছেই।

সাম্প্রতিক সময়ে নুসরাত জাহান রাফি’র উপর যৌন নিপিড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছে। এমন হাজার হাজার নুসরাতের ঘটনা আমরা আপনাদের সংবাদমাধ্যমের দায়িত্বশীল সংবাদের সূত্রেই জানতে পারি। এতো এতো নারী নিপীড়নের ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাহিরে। কিংবা অপরাধী গ্রেফতার হলেও দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা দেখতে পাইনা। একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধে মানুষ প্রশ্রয় পায়। আমরা আজকের নারী নিপীড়নের জন্য রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিকেই দোষারোপ করছি।

তিনি আরো বলেন, নারী নিপীড়নের বিরুদ্ধে তাই প্রতিবাদে সামিল হচ্ছি আমরা। ‘ভিক্টিম পক্ষের’ ব্যানারে আমরা দাঁড়িয়েছি শাহাবাগ চত্বরে। আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত, তখন আমাদের মনে হয়েছে যে রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার চাইবার চেয়ে আমাদের নিজেদেরই বুঝি খুন বা ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিৎ।

তাই আমরা আমাদের প্রতিবাদী ইভেন্টে মূলত মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা অপমৃত্যুকে গ্রহণ করার প্রস্তুতির মাধ্যমে এই রাষ্ট্রকে দেখাতে চাই রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থাহীনতা। তাই শাহাবাগে মূলত আমরা কিছু কাফনে মোড়ানো মৃতদেহের প্রদর্শনী করলাম। যারা প্রস্তুতি নিচ্ছি বিচারহীনতায় মৃত্যুর জন্য।

ad

পাঠকের মতামত