291366

বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে বরিশালের শায়লা

বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। এ নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছেন কাউন্সিলর শারমিন শায়লা। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীর গ্রামের বাড়ি বরিশালে।  বেলজিয়ামের রাজনৈতিক দল pvda পার্টির মনোনয়ন নিয়ে তিনি এমপি পদে এন্টারপেন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলজিয়াম জাতীয় নির্বাচনে তিনিই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

বহু ভাষাভাষী অভিবাসীদের আবাস এই নির্বাচনী এলাকায়। তুলনামূলকভাবে বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড শহরের নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। ধারণা করা হয় এ কারণে pvda পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন শায়লা। নির্বাচনে বিজয়ী হলে তিনিই হবেন বেলজিয়ামে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট এমপি। বাংলাদেশি অধ্যুষিত এলাকার কারণে বেলজিয়াম আসন্ন নির্বাচনে শারমিন শায়লাকে হট ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বেলজিয়ামের জাতীয় নির্বাচনে শারমিন শায়লার প্রার্থী হওয়ার গল্প এখন প্রবাসী বাঙালিদের মুখে মুখে। ব্রিটেনের, কানাডার পর বেলজিয়ামে প্রথম কোনো বাংলাদেশির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

পার্লামেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বেলজিয়াম মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততার একটি উদাহরণ সৃষ্টি হলো এবং বহুজাতিক এ উন্নত সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশিরাও যে যোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম এ মনোনয়ন তারই দৃষ্টান্ত বহন করে। তার বিশ্বাস, এই দৃষ্টান্তকে সামনে রেখে, ভবিষ্যতে বেলজিয়ামের জাতীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে দলমত-নির্বিশেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ad

পাঠকের মতামত