290963

ধর্ষণ-যৌন নির্যাতনের শিকারের জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট

ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু ভুক্তভোগীর জবানবন্দি এখন থেকে নেবেন নারী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে সকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট।সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধের তদন্ত ও বিচারের স্বার্থে লিপিবদ্ধকৃত জবানবন্দি অত্যন্ত গুরুত্ব বহন করে। বর্তমানে গোচরীভূত হয়েছে যে- বেশকিছু ক্ষেত্রে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুদের জবানবন্দি পুরুষ ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন পুরুষ ম্যাজিস্ট্রেটের কাছে নারী বা শিশু ভিকটিম ধর্ষণ ও যৌন নির্যাতনের বর্ণনা দিতে সংকোচ বোধ করেন। ঘটনার প্রকৃত বিবরণ দিতে তারা ইতস্তত বোধ করেন।এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুর জবানবন্দি নারী ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা আবশ্যক। ভিকটিমরা এতে নিঃসংকোচে ও সহজে ঘটনার বর্ণনা দিতে পারবে।এ বিষয়ে ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হলো।

ad

পাঠকের মতামত