289718

ব্যক্তির অপরাধে ঢালাওভাবে প্রতিষ্ঠানকে দোষ দিবেন না, বললেন আসিফ নজরুল

ফেসবুক থেকে : রাজনীতি-বিশ্লেষক, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ব্যক্তির অপরাধের জন্য ঢালাওভাবে প্রতিষ্ঠানকে দোষ দিবেন না।শুক্রবার (১২এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, অমানুষ সিরাজ উদ দৌলারা আছে মাদ্রাসায়, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, পুলিশে, পত্রিকা অফিসে, সংসারে। সব জায়গায়। সেজন্য দয়া করে ব্যক্তির অপরাধের জন্য ঢালাওভাবে প্রতিষ্ঠানকে দোষ দিবেন না।

অমানুষ সিরাজ উদ দৌলারা আছে মাদ্রাসায়, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, পুলিশে, পত্রিকা অফিসে, সংসারে। সব জায়গায়। সেজন্য দয়া করে ব্যক্তির অপরাধের জন্য ঢালাওভাবে প্রতিষ্ঠানকে দোষ দিবেন না।

Posted by Dr. Asif Nazrul on Friday, 12 April 2019

ad

পাঠকের মতামত