288224

আরব আমিরাতে রমজানে কেনাকাটায় বিশাল ছাড়

ডেস্ক রিপোর্ট।। পবিত্র রমজান মাস হলো ত্যাগের মাস, আত্মশুদ্ধির মাস। কিন্তু রমজান মাস আসলেই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। তবে এর বিকল্প চিত্র দেখা গেলো মরুভুমির দেশ আরব আমিরাতে। আবুধাবিতে রমজান উপলক্ষে নাগরিকেরা বিভিন্ন খাদ্যপণ্যে বড় রকমের ছাড় পাবেন। এমন খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা খালিজ টাইমস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘স্মার্ট পাস ডিজিটাল প্লাটফর্ম’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই বিভিন্ন পণ্য কিনতে পারবে। এছাড়া তাদেরকে ‘হোম ডেলিভারি’ সুবিধাও দেয়া হবে।

প্রতিবেদনটিতে আরো জানানো হয়, রমজান মাসে আবুধাবি, আল দাফরা এবং আল আইনের তিনটি পৌরসভার অর্ন্তভূক্ত এলাকায় বসবাসকারি নাগরিকগণ তাদের কেনাকাটায় এই ছাড় পাবেন। উক্ত ডিজিটাল প্লাটফর্মের সুবিধা পাবেন ৭০ হাজার নিবন্ধিত বাড়ির বাসিন্দারা। খবরে বলা হয়, ১৩৯টি খাদ্যপণ্যকে এই তালিকায় ভর্তুকি রাখা হয়েছে। আর এসব খাদ্যপণ্য সরবরাহ করা হবে ৬টি খাদ্যভান্ডার থেকে। তার জন্য সেখানে রমজানের আগেই নতুন দোকান খোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত