288093

নোয়াখালীতে পাগলা কুকুরের এলোপাতাড়ি কামড়ে আহত ৩০

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী শহরে এক ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজন হলেন মাদ্রাসার ছাত্র জাহিদ (১৮), কলেজ ছাত্র সাইফুর ইসলাম (১৮), নুরুজ্জামান (১৫), পলাশ, (১৪), নির্মল দাস (২৫) ও আবদুল মান্নান (৭০)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মাইজদী নুতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিএডিসি ভবন পর্যন্ত একটি পাগলা কুকুর এলোপাতাড়ি পথচারীদের কামড়াতে থাকে। এ সময় আতংকে দৌড়াতে লোকজন থাকে।
এক পর্যায়ে কিছু লোক জড়ো হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, কুকুরের কামড়ে আহত ২২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে। কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে। তাই রোগীদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ad

পাঠকের মতামত