287807

চিকিৎসকের আত্মহত্যা মামলায় স্ত্রীর জামিন নামঞ্জুর

চট্টগ্রামের চান্দগাঁওয়ে পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন না মঞ্জুর করেছে মহানগর দায়রা জজ আদালত। এর আগে ৪ ফেব্রুয়ারি মিতুকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছিল।রোববার বিকেলে আদালতের পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘মিতুর আইনজীবীরা তার জামিন আবেদন করেছিলেন। পরে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় আদালত জামিন নামঞ্জুর করে।

৩১ জানুয়ারি ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার আগে নিজের ফেসবুকে স্ত্রীর পরকিয়ার বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। ওই রাতে নগরীর নন্দনকানন থেকে মিতুকে আটক করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ১ ফেব্রুয়ারি মিতুসহ ছয়জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন ডা. আকাশের মা জোবেদা খানম।

ad

পাঠকের মতামত