287379

চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল স্কুলছাত্রী জয়া

নিউজ ডেস্ক।। চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল সোনারগাঁয়ের স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া। শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায় বলে পরিবারের সদস্যরা জানান। সোনারগাঁয়ের ফুলবাড়িয়া এলাকায় গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের দ্রল্ফম্নতগামী একটি বাস জয়াকে বহনকারী রিপাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জয়া ও রিপাচালক আহত হয়। রিপা চালক বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

জয়া মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যাতয়নের নবম শ্রেণির ছাত্রী। সে মোগরাপাড়া ইউনিয়নের রতনদী গ্রামের দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। তার মৃত্যুতে তার বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ওমর ফারুক টিটু বলেন, জয়া খুবই ভালো মেয়ে ছিলো। অকালে ও সবাইকে কাঁদিয়ে চলে গেল। তার বাবা দূর্ঘটনায় খবরে পেয়ে বুধবার দুবাই থেকে দেশে ফিরেছেন। জয়ার স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, এটা কোন সড়ক দূর্ঘটনা নয়। এটা একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হওয়ার উচিত। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘাতক বাসটি সনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।

ad

পাঠকের মতামত