287504

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি

কারাবন্দী অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু করেছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনশন শুরু করেন তারা। এই অনশন চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে সকাল ১০টায় অনশন শুরু করার কথা থাকলেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅনশন কর্মসূচি পালনে পুলিশের মৌখিক অনুমতির পরও কতৃপক্ষ হল দিতে টালবাহানা শুরু করে। এ সময় অনশনে আসা নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন এবং সেখানেই অনশন শুরু করেন। পরে কর্তৃপক্ষের অনুমতির পর সকাল সাড়ে ১০টায় মিলনায়তনের ভেতরেই অনশন শুরু হয়।

গণঅনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত রয়েছেন। এর আগে অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বিএনপির অনশনকে ঘিরে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে বলে জানা গেছে।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি বিএনপির। বিএনপি চেয়ারপারসন এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। ৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

ad

পাঠকের মতামত