287522

কলকাতা বিমানবন্দরে ৭০ হাজার ডলারসহ বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দারা ৭০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে বিমানবন্দরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। শুল্ক দপ্তরের এক কর্মকর্তা জানান, আব্দুস সোবহান নামে ৩৭ বছরের ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৪৭ লাখ ৪২ হাজার রুপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

ওই অর্থ তার ব্যাগের একটি চোরা পকেটে রাখা ছিল বলে জানা গেছে। আটটি টাকার বান্ডিল নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিলেন আব্দুস সোবহান। তার লক্ষ্য ছিল ঢাকাগামী বিমান ধরা। এত টাকা নিয়ে তিনি কেন এবং কোথায় যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়। গ্রেপ্তারের পর শুল্ক দপ্তরের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

ad

পাঠকের মতামত