286816

শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন!

ঢাবি প্রতিনিধিঃ পুঁজিবাদী এই যুগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বিলাসী দ্রব্যসহ কত কিছুইতো বেচাকেনা হয়। কিন্তু তাই বলে শিক্ষার্থীসহ গোটা একটি স্কুল বিক্রি! কথাটা শুনে পিলে চমকে যাবার মতো অবস্থা হলেও বাস্তবেই স্কুল বিক্রির এমন একটি বিজ্ঞাপন দেখা গেছে ফেসবুকে।

শুক্রবার সকাল থেকেই ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে একটি ছবি ঘুরছে। সেখানে লেখা আছে, ‘বিক্রয় হইবে হাই স্কুল/ প্লে-দশম শ্রেণি চলমান/ ৪৫০ জন ছাত্রছাত্রী সহ’। বিজ্ঞাপন দাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে। তবে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলাদেশ জার্নালের প্রতিনিধি বিজ্ঞাপনে উল্লেখিত নাম্বারে ফোন দিলে, নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তবে ট্রু কলার অ্যাপসে সেই নাম্বারের সত্ত্বাধিকারীর নাম ‘ওয়াহিদ রামপুরা’ ভেসে উঠে।ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে ছবির মিল খোঁজার চেষ্টা করছেন।আহমেদ মহিউদ্দিন নামে একজন ফেসবুকে ছবিটি শেয়ার করলে সেখানে বাদশা সোলায়মান নামে একজন মন্তব্য করেন, ‘এমন বিজ্ঞপ্তিও দেখতে হলো!’ একই পোস্টে রয় সুবির নামে একজন মন্তব্য করেন, ‘এটা দেশের টোটাল এডুকেশনাল সিস্টেম কে রিপ্রেজেন্ট করছে।’

সনজিত চক্রবর্তী নামে একজন তার নিজের টাইমলাইনে ছবিটি শেয়ার করলে সেখানে দেবনাথ মৃদুল নামে একজন মন্তব্য করেন, ‘এই প্রথমবার এমন প্রস্তাব শুনলাম।’আবদুল হান্নান নামে একজন ফেসবুকে এ ছবি পোস্ট করলে সেখানে এহতেশামুল হক নামে একজন মন্তব্য করেন, ‘আচ্ছা, ছাত্র ছাত্রী ছাড়া কত, সহ কত? একদর নাকি বাড়াবাড়ি করা যাবে?’ফেরদৌস নামে এক ব্যবহারকারীর বক্তব্য, ‘স্কুল বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে বিবেক, মানবতার মেরুদণ্ড।’

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু ছবিটি পোস্ট করে লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্রিটা এভাবে কবে হবে! এ জাতি অপেক্ষায় রয়েছে অপেক্ষক হয়ে। যদিও শিক্ষার কোন কিছু নেই বিশ্ববিদ্যালয়ে। নাইটকোর্স চালুতে সব ধ্বংসের সম্মুখীন। কিছু মেধাবী ছাত্র ভর্তি করা আর চাকুরীর প্রার্থী তৈরি ছাড়া আর কিছুই জন্ম দিতে পারে না। আবার মাঝেমধ্য এর মধ্যে থাকে কিছু ভূয়া ছাত্র ভর্তি। এছাড়া ডাকসুর মাধ্যমে নাইটর্কোস কে দিল স্থায়ী বৈধ্যতা যাতে করে কেউ এই বাণিজ্যিক পড়াশোনার বিরোধিতা করতে না পারে। যার যার স্বার্থের কথা চিন্তা করে বিবেক বির্সজন দিয়ে তা মেনে নিল প্রত্যেকটি ছাত্র সংগঠন। এভাবে খেয়ে বেঁচে থাকার মত বেঁচে আছে আমার সোনালী দিন গুলো ফেলে আসার প্রিয় ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়।’

ad

পাঠকের মতামত