286507

ফিটনেস টেস্টে পাশ, বোলিং শুরু তাসকিনের

বিপিএলের শেষ মুহূর্তে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তাসকিন আহমেদ। এজন্য দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েও মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজ। প্রায় সোয়া দুই মাস পর ইনজুরি কাটিয়ে বোলিং করেছেন তাসকিন। আজ বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে ট্রেইনারের সামনে বোলিং করেন জাতীয় ক্রিকেট দলের এ ডানহাতি বোলার। বোলিং করে তাসকিন বলেন, ‘মাশআল্লাহ ভাল লাগছে যে বোলিং সেশন শেষ করতে পারলাম আজকে, প্রায় সোয়া দুই মাস পরে।’

তবে এ জন্য তাসকিনকে ফিটনেস পরীক্ষা উৎড়াতে হয়েছে। তাসকিন বলেন, ‘সবগুলো ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই বোলিং শুরু করা আজকে। একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। ফিটনেস টেস্টে পাশ করেছি, এখন বোলিংও শুরু করলাম আজকে।’

মাঠে ফিরতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব থেকেই। তবে এখনো নির্দিষ্ট করে বলতে পারেনি কোন ম্যাচ দিয়ে ফিরবেন। এ বিষয়ে তাসকিন বলেন, ‘আশা করছি সুপার লিগ থেকে খেলবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলবো। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, সেটাই আমার বিশ্বাস।’

ad

পাঠকের মতামত