285900

পুলিশের নামে ফেসবুকে চলছে যে ভুয়া পোস্ট!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া পোস্ট ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। না জেনে অনেকেই সেই পোস্ট শেয়ার করছেন। মেসেঞ্জারেও একে অপরকে পাঠাচ্ছেন। ওই পোস্টটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার ছবিসহ তার বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা ও পুলিশের একটি লোগো রয়েছে।

পোস্টে যা লেখা হয়েছে, ‘দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ দিয়ে পড়ুন… যদি আপনার বাসায় অপরিচিত কেউ এসে বলে যে আমরা মেডিকেল কলেজ থেকে আসছি এবং আপনার রক্তে গ্লুকোজ বা ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করে দেখব। ভুলেও পরীক্ষাটা করতে দিবেন না। শীঘ্রই পুলিশকে ডাকুন। কারণ তারা আইএস জঙ্গি। তারা আপনার রক্তে এইচআইভি এইডসের ভাইরাস প্রবেশ করিয়ে দেবে। বন্ধু এবং আত্মীয়স্বজনদের কাছে এটা শেয়ার করুন। ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ।’

বিষয়টি নিশ্চিত একটি অপপ্রচার মন্তব্য করে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ বা ডিএমপি থেকে এ ধরনের কোনো নির্দেশনা নেই।’

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল বলেন, পোস্টটি ভুয়া। এমন কোনো সতর্কবার্তা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেয়া হয়নি। আমরা ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে বাংলাদেশ পুলিশকে জড়িয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। তবে দেশে অনেক ধরনের অপরাধী চক্র সক্রিয় রয়েছে এবং তাদের দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন বলে সতর্কবার্তা দিয়েছেন এআইজি (মিডিয়া) মো. সোহেল। উৎস : যুগান্তর

ad

পাঠকের মতামত