285155

এনটিআরসিএ’র জরুরি বিজ্ঞপ্তি

১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল কার্যালয়ে না এসে সেবাপ্রার্থীদের অনলাইনে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনটিআরসিএ-এর সেবা প্রার্থী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন পঞ্চদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পাদনের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী জনস্বার্থে কম্পিউটার সেন্টার, ধানমন্ডি এবং বিজি প্রেসে কর্মরত থাকবেন।

সঙ্গত কারণে সেবা প্রত্যাশীদের আগামী ১ থেকে ৪ এপ্রিল ২০১৯ এবং ৭ থেকে ১৩ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত সময়ে এনটিআরসিএ কার্যালয়ে সেবা গ্রহণের জন্য না এসে অনলাইনে সেবা গ্রহণ, অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা গেল। বর্ণিত তারিখের পরে যথারীতি কর্ষক্রম অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত