283050

যুক্তরাষ্ট্রের সুপারস্টার বাংলাদেশের শিক্ষার্থীরা : রবার্ট মিলার

ডেস্ক রিপোর্ট।।  বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সুপারস্টার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘প্রজন্ম ওয়েব’ শর্টফিল্ম প্রদর্শনীতে এ মন্তব্য করেন।

রবার্ট মিলার বলেন, বাংলাদেশের শিক্ষাকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সবসময় সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা আমেরিকান কর্নার প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশের শিক্ষার্থীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যান, তারা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর সুপারস্টার।

অনুষ্ঠানে আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় এবং এপপ্রেশনস লিমিটেডের প্রযোজনায় তরুণদের নিয়ে নির্মিত চারটি শর্টফিল্ম প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল অ্যাডেলম্যান, রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া প্রমুখ। এদিকে, রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’-এর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত