279231

নিউজিল্যান্ড হামলা নিয়ে কেন উইলিয়ামসনের যে ছবিটি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় পুরো নিউজিল্যান্ড স্তব্ধ হয়ে গেছে। কেননা নিউজিল্যান্ডের মতো শান্তিকামী দেশে এ ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এই ঘটনার পর বিশ্ব ক্রীড়াঙ্গনও বেশ সরব। তেমনই নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলয়ামন। সামাজিক মাধ্যম শেয়ার করেছেন একটি ছবি, যা নিয়ে রীতিমত গবেষণা শুরু হয়েছে।

নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকের আদলে তৈরি করা নামাজের কাতার। যা দেখে আপনি অভিভূত হবেন। এই ছবির বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ফেসবুকে একটি পোস্টে তিনি ছবিটি শেয়ার করার পাশাপাশি লেখেন, ‘সিলভার ফার্ন্ নিউজিল্যান্ডের জাতিসত্তার প্রতীক। নামাজ পড়া মানুষরাও একসাথে একটা সিলভার ফার্ন্।

অসাধারণ মানবিক গুনসম্পনন্ন প্রধানমন্ত্রীর দেশটিতে সাধারন মানুষরা এই অভিব্যাক্তি তুলে ধরে দাড়িযেছেন বেদনায় বাকরুদ্ধ মুসলমানদের পাশে।শিখে নেই, এভাবে দাড়াতে হবে আমাদের সবাইকে। সব ধরনের অমানুষিকতা আর বর্বরতার বিরুদ্ধে।’

ad

পাঠকের মতামত