279059

ইউরোপীয় ইউনিয়ন ধংসের কারণ হতে পারে বাড়তি জনপ্রিয়তাই

ডেস্ক রিপোর্ট ।। দ্বিতীয় বিশ^যুদ্ধের পর শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দেশ একত্রে লক্ষ অর্জনের উদ্দেশ্যে এ সংস্থাটি গঠন করা হয়। তবে সে লক্ষ্য এখন অনেকটাই নড়বড়ে। এখন উদ্বেগের বিষয় হচ্ছে ইউরোপিয় ইউনিয়ন কি ভেঙ্গে যাবে। বিবিসি।

কারো কারো মতে ইউরোপীয় ইউনিয়ন তার অস্তিত্ব সংকটে ভুগছে, ভেঙ্গে যেতে পারে ইউরোপীয় ইউনিয়ন। কারন হিসেবে দেখা হচ্ছে, ‘ইউনিয়নের নির্বাচনে বিভিন্ন রাষ্ট্র তাদের নিজেস্ব রাজনৈতিক স্বার্থ অর্জনে ব্যাস্ত।’ ইউরোপীয় ইউনিয়নে ফাটল ধরেছে, সাম্প্রতিক গবেষনা থেকে সে তথ্যই উঠে এসেছে।

অভিবাসী সমস্যা ও সীমান্তে অবাধে প্রবেশ নিয়ে যে সাম্প্রতিক সমস্যা দেখা দিয়েছে তা অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে। দেশগুলোর অর্থনৈতিক মন্দাও চুক্তির অন্তরায় হিসেবে দেখা হচ্ছে। কাভিতা পুরির মতে, ‘ যখন ইউরোপিয় ইউনিয়নে কোন সমস্যা দেখা দেয়,ইউরোপিয় ইউনিয়ন আরো সামর্থের পরিচয় দিয়ে সমস্যার সমাধান করে থাকে।’

ad

পাঠকের মতামত