278809

ক্রাইস্টচার্চ হামলা: নিরাপত্তা বিষয়ে বিসিবিকে রোডম্যাপ পাঠাল আইসিসি

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ হামলায় প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। আগামীতে রয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।প্রশ্ন উঠেছে, এসব সফরে কেমন নিরাপত্তা পাবেন টাইগাররা? চাহিদা নিবৃত্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা রোডম্যাপ পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রাইস্টচার্চ হামলার পর গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্রিকেট সেক্টর একধাপ এগিয়ে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটপাড়ায়। বিদেশ সফরে টাইগারদের নিরাপত্তা নিয়ে নানা কথা হচ্ছে। প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে বিদেশ সফরে গেলে তাদের নিরাপত্তা কেমন হবে? এ ব্যাপারে বিসিবির উদ্যোগ কী? আইসিসি কী বলছে?ঘটনার পর নড়েচড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাও। আসন্ন বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাদের হাতে। ইংল্যান্ডেও আগে সন্ত্রাসী হামলা হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রতিটি সদস্য দেশকে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে আইসিসি। এতে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে। শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ডে নারকীয় হামলার পর সব সদস্য দেশের সঙ্গে আবার নতুন করে কথা বলছে সংস্থা। এ ধরনের হামলা যাতে ক্রিকেটের ওপর প্রভাব ফেলতে না পারে-সেটাই আইসিসির লক্ষ্য।

গেল শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তবে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। সেই মসজিদেই জুমার নামাজ আদায়ে গিয়েছিলেন তারা। এ ঘটনায় জেগে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পষ্ট জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই বিদেশে খেলতে যাবে টাইগাররা।

ad

পাঠকের মতামত