271780

ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছে তার পরিবার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছে তার পরিবার। আজ সোমবার দুপুর আড়াইটার পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।তিনি বলেন, ‘তাকে (ওবায়দুল কাদের) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে।’

ওবায়দুল কাদেরকে কখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আমি তো বলে দিলাম, যতদ্রুত সম্ভব। এখন হলে এখন। এখন নির্ভর করছে সিঙ্গাপুরের চিকিৎসকদের ওপর, আমাদের নয়। উনার (ওবায়দুল কাদের) সঙ্গে যেতে উনার পরিবার প্রস্তুত। উনার সহযোগী হিসেবে যিনি যাবেন তিনিও প্রস্তুত।’

এর আগে গতকাল রোববার দুপুরে কাঁদতে কাঁদতে বিএসএমএমইউ-তে প্রবেশ করেন চিকিৎসারত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এসময় তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

গতকাল সকালে বুকে ব্যথা অনুভূত হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নেওয়া হয় বিএসএমএমইউ-তে। পরে তাৎক্ষণিকভাবে পরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। এরপর থেকে তাকে ভেন্টিলেশনে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা)রাখা হয়। তবে আজ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ad

পাঠকের মতামত