271247

এশিয়ায় সবচেয়ে উদার দেশের মধ্যে বাংলাদেশ ৯ম

নিউজ ডেস্ক।। এশিয়ার সবচেয়ে উদার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। আর বাংলাদেশ ৯ম স্থানে। বৃটিশ সংগঠন সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স ২০১৮তে এ কথা বলা হয়েছে। সার্বিকভাবে শতকরা ৩১ পয়েন্ট অর্জন করে সারাবিশ্বে বাংলাদেশের এক্ষেত্রে অবস্থান ৭৪তম। আর দক্ষিণ এশিয়ায় চতুর্থ। সিএএফ সূচক অনুযায়ী অন্য যে ১০টি দেশ এ তালিকায় উঠে এসেছে তার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মিয়ানমার, শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, নেপাল, কোরিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন। প্রথম স্থান অর্জনকারী ইন্দোনেশিয়া সারাবিশ্বের প্রেক্ষাপটে সর্বোচ্চ শতকরা ৫৯ ভাগ স্কোর করেছে। অন্যদিকে আগন্তুককে সহায়তা করার দিক দিয়ে উদার শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম।

ad

পাঠকের মতামত