258620

‘সৌদি জোটের কার্যক্রমকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে কাতার’

ডেস্ক রিপোর্ট।। কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি গতকাল এক রাষ্ট্রীয় সফরে কুয়েত পৌঁছেছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের সংকট নিরসনসহ বিভিন্ন বিষয়ে তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহর সঙ্গে আলোচনা করবেন। খবর আনাদোলু এজেন্সি। কাতারের আমিরকে বরণ করার জন্য কুয়েতের আল-থানি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন দেশটির আমির, ক্রাউন প্রিন্স নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ ও জাতীয় সংসদের স্পিকার মারজুক আল-ঘানিম। সর্বশেষ গত বছরের মে মাসে কুয়েত সফরে গিয়েছিলেন কাতারের আমির।

২০১৭ সালের জুনে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংকটের সূত্রপাত হওয়ার পর থেকে মধ্যস্থতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন কুয়েতের আমির। কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার দেশের অবরোধকে উপসাগরীয় অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংকট হিসেবে দেখা হচ্ছে। তবে কুয়েতের আমিরের প্রচেষ্টার এখনো কোনো ফল পাওয়া যায়নি। তবু সংকট নিরসনে কুয়েত প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ।

২০১৭ সালের জুনে ‘অর্থনৈতিক অবরোধ’ আরোপসহ কাতারের ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর। সৌদি নেতৃত্বাধীন বলয় থেকে কাতারের বিরুদ্ধে অভিযোগ, তারা সন্ত্রাসবাদে মদদ জোগাচ্ছে। কিন্তু বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। এছাড়া সৌদি জোটের কার্যক্রমকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে কাতার।

ad

পাঠকের মতামত