
কুয়েত দেশের কিছু অজানা তথ্য যা অনেকেরই অজানা (ভিডিও)
ডেস্ক রিপোর্ট।। কুয়েত পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ যার উত্তর দিকে সৌদি আরব এবং উত্তর-পশ্চিমে ইরাক অবস্থিত। নিজের আরবি সংস্কৃতি এবং বিকাশের জন্য কুয়েত সারাবিশ্বে পরিচিত। কিন্তু এই দেশের সাথে জড়িত কিছু অজানা ঘটনা আছে যা আমাদের সকলেরই জানা দরকার, তাই আজ আমরা আপনাদের জানাতে চলেছি কুয়েতের কিছু মজাদার এবং রোমাঞ্চকর তথ্য। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ হলো জলের পাশে তৈরি একটি মহল। কুয়েতের পুরো নাম দাবালত-আল-কুয়েতি এবং এই দেশটি স্থাপিত হয়েছিল ১৬১৩ সালে। কুয়েতের রাজধানী হল কুয়েত সিটি এবং এখানকার কারেন্সি হল কুয়েতি দিনার যার মূল্য সারাবিশ্বে সবচেয়ে বেশি। ডলার এবং পাউন্ডের থেকেও অনেক বেশি, একটি কুয়েতি দিনারের মূল্য তিনটি আমেরিকান ডলারের থেকেও বেশি।
ভারতের মতোই কুয়েত একসময় ইংরেজদের অধীনে ছিল। ১৯৬১ সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশ। এইটি একটি ছোট দেশ যার ক্ষেত্রফল মাত্র ১৭ হাজার ৮২০ কিলোমিটার যা আমাদের রাজস্থানের থেকেও ছোট। এখানে বাস করে প্রায় ৪৩ লক্ষ মানুষ, ছোট দেশ হওয়া সত্বেও কুয়েত সারাবিশ্বে ধনী দেশ গুলির মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। কুয়েতের ৫৫% ইনকাম শুধুমাত্র তেল থেকেই আসে কুয়েতকে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার বলা হয়।
এখানকার ৬০% তেল এশিয়ার দেশ গুলির মধ্যেই এক্সপোর্ট করা হয়। নাগরিকদের মাথা পিছু আয় হিসাবে এই দেশ বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে , এখানে প্রতি ব্যক্তির মাথাপিছু আয় প্রায় ৭১ হাজার ডলার। কুয়েতে কোটিপতির সংখ্যা অনেক বেশি। এখানে বসবাসকারী প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ বিদেশি। ২০০৯ সালে রোবট দিয়ে উট চালিয়ে কুয়েত সারা সারাবিশ্বে খ্যাতি অর্জন করে। কুয়েত বিশ্বের প্রথম দেশ যেখানে সাধারণ মানুষের দ্বারা পরিচালিত পার্লামেন্ট আছে, এখানে মহিলাদের ভোটে দাঁড়ানোর উপর সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে যা বাকি আরবীয় দেশগুলোর তুলনায় অনেক বেশি।এই দেশের নিয়ম অনুসারে কোন পুরুষ যদি কোন মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারেনা,কিন্তু নিজের স্ত্রী, মা বা বোনের সাহায্যে সে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে। কুয়েতে এতোটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় ৫৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, এটি বিশ্বের একমাত্র দেশ যারা প্রচণ্ড গরমের জন্য নিজেদের ন্যাশনাল ডে-এর তারিখ ১৯ জুনের বাদলে ২৫ ফেব্রুয়ারি করে দিয়েছে। কুয়েতের আইন অন্যান্য ইসলামিক দেশগুলির মত নয় এই দেশের আইনি ব্যবস্থাকে বলা হয় civil law system যা ফ্রান্সের অনুকরণে বানানো হয়েছে।
কুয়েতে মাদক দ্রব্য কেনা-বেচাতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে রমজানের সময় পাবলিক প্লেসে খাওয়া-দাওয়া এবং জোরে গান বাজিয়ে পার্টি করা পুরোপুরি নিষেধ। আপনি জেনে অবাক হবেন, কুয়েতের রাষ্ট্রীয় সংগীত কোন শব্দ নেই। এটি এমন একটি দেশ যেখানে কোন রেললাইন নেই, কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনও পুকুর বা জলাশয় নেই এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পান যোগ্য করে তোলে, এতে প্রচুর পরিমাণে টাকাও খরচা হয়, আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি কিন্তু তা সত্ত্বেও ২০০৫ সালে এখানে গলফ খেলার জন্য মাঠ বানানো হয়ে যা তৈরির জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়।