249740

মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামবে রাজশাহী কিংস

বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ রয়েছে রাজশাহী কিংসের। এ ম্যাচে মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামবেন মিরাজ, মোস্তাফিজ, সৌম্যরা। রাজশাহীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে মায়েদের প্রতি সম্মান জানাতেই রাজশাহী কিংসের ক্রিকেটাররা নিজ নিজ মায়ের নামে জার্সি পরে খেলতে নামবেন।যদিও এমন ব্যাতিক্রমী উদ্যোগ আজই খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহী কিংস চমক হিসেবে করতে চলেছে বলে জানা গিয়েছিল। তবে কিংসের টিম ম্যানেজমেন্ট সেই অবস্থান থেকে সরে গিয়ে কাল ঢাকার বিপক্ষে ম্যাচেই এই চমক দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামার অনুভূতি জানাতে গিয়ে মিরাজ বলেন, মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামব। প্রথমবারের মতো এমন মধুর অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। মা সবার মতো আমার কাছেও বিশেষ কিছু। আমি খুবই রোমাঞ্চিত। অবশ্যই ঢাকার বিপক্ষে ম্যাচটা আমরা জিততে চাই এবং সে জয় মা-কে উৎসর্গ করতে চাই।রাজশাহীর সহ-অধিনায়ক সৌম্য সরকার বলেন, আমাদের দেশে এবারই প্রথম এমন একটা উদ্দ্যেগ নেওয়া হয়েছে। মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামব আমরা। আমরা সবসময় আমাদের নাম লেখা জার্সি পরেই এতদিন মাঠে নেমেছি। এমনটা এর আগে আমাদের ভাবনাতেও ছিল না! এখন সুযোগ এসেছে। আশা করছি ম্যাচটা আমরা জিততে পারব মাকে জয় উৎসর্গ করে গর্বিত করতে পারব।

প্রসঙ্গত, ক্রিকেট ইতিহাসে মায়েদের নামে জার্সি পরার ঘটনা আগেও ঘটেছে। ২০১৬ সালের ২৯ অক্টোবর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ভারতের ক্রিকেটাররা যার যার মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নেমেছিল।

ad

পাঠকের মতামত