
সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান তারকারা
বিনোদন ডেস্ক : একাদশ জাতীয় সংসদের ভোটের লড়াই হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট একচেটিয়া আসন পেয়ে বিজয়ী হয়েছে। এবার সংরক্ষিত নারী আসনে সাংসদ হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। এ দৌড়ে পিছিয়ে নেই তারকারাও। একঝাঁক তারকা হতে চান সংরক্ষিত আসনের সংসদ সদস্য। সংরক্ষিত নারী আসনে সাংসদ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ আসনে (দাগনভভুঁঞা-সোনাগাজী) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ভোটের লড়াইয়ে তিনি দলীয় মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসনে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
অভিনেত্রী শমী কায়সারও একাদশ সংসদ নির্বাচনে রোকেয়া প্রাচীর আসনে অর্থাৎ ফেনী-৩ আসনে (দাগনভুঁঞা-সোনাগাজী) আসনে নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন। তিনিও মনোনয়ন পাননি। তবে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে এগিয়ে আছেন এই অভিনেত্রী।সংরক্ষিত আসনে এমপি হতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাসও। একাদশ জাতীয় সংসদে তিনি মনোনয়ন না চাইলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। এবার সংরক্ষিত আসনে মনোনয়ন চান এ অভিনেত্রী।অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে সে মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসনে তিনি মনোনয়ন পাবেন বলে আশা করছেন।
এদিকে সংরক্ষিত আসনে সাংষদ হতে চান বিশিষ্ট্য নাট্যকার ও জননেত্রী পরিষদের সভাপতি মাহবুবা শাহরীন।এছাড়া সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন চাইতে পারেন অভিনেত্রী অঞ্জনা, তারানা হালিম, তারিন প্রমুখ।