248936

এবার সড়ক দুর্ঘটনার কবলে চার অভিনয় শিল্পী

নির্মাতা বিইউ শুভ, স্বাধীন ফুয়াদ ও রাইসুল তমালের একটি প্রজেক্টে কাজ করতে শনিবার (১২ জানুয়ারি) বিকালে মাইক্রোবাসে করে গোপালগঞ্জ রওনা করেছিলেন ছোট পর্দার চার অভিনয় শিল্পী অ্যালেন শুভ্র, গোলাম কিবরিয়া তানভীর, কল্যাণ কোরাইয়া ও স্বাগতা। শুটিংয়ে যাওয়ার পথে বিকেল ৪ টার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাদের পুরো টিম। এমনটাই জানালেন, অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।ওই বিকেলের দিকে পুরো টিমের মাইক্রোবাস কেরানীগঞ্জ এলাকায় একটি ব্রিজের কাছাকাছি আসলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস এসে গাড়িতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের বাম দিকটা ভেঙে যায়। এ সময় মাইক্রোবাসে মধ্যে থাকা চার অভিনয় শিল্পী ও তিন নির্মাতা আহত হন। এদের মধ্যে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা কল্যাণ কোরাইয়া। আঘাত পেলেও এখন ভালো আছেন অভিনেত্রী স্বাগতা ও অ্যালেন শুভ্র।

দুর্ঘটনা প্রসঙ্গে তানভীর বলেন, কেরানিগঞ্জ এলাকায় বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। একটি ব্রিজের আগে এমনটা হয়েছে। যদি ব্রিজের কাছে হতো তাহলে বড় ক্ষতি হয়ে যেত অনেকের। আল্লাহ’র রহমতে আমরা বেঁচে গেছি। বাসটি যেভাবে ধাক্কা দিয়েছিল তাতে অনেক বড় ক্ষতি হয়ে যেত। পরে স্বাগতা দুর্ঘটনার বিষয়টি ৯৯৯ ফোন করে জানালে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ এসে বাসটিকে আটক করে। পরবর্তীতে ক্ষতিপূরণ নিয়ে মীমাংসা করে বাসটিকে ছেড়ে দেয়া হয়েছে। এরপর শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম ভাইকেও বিষয়টি অবহিত করেছি।

তিনি আরও বলেন, এখন আমরা সবাই মোটামুটি সুস্থ আছি। রাতেই গোপালগঞ্জ পৌঁছেছি। আজ রবিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছি সবাই। আজকের শুট শেষ করে আমি আগামীকাল সোমবার ঢাকায় ফিরবো।উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (৯ জানুয়ারি) ভোর ৩টায় পুরান ঢাকা থেকে বাসায় ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরান ঢাকায় পরিবারের সাথে একটি বিয়েতে অংশ নিয়ে সেখান থেকে ফেরার পথে সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের ব্রিজের কাছে পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অহনা গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাকচালককে নামতে বললে তিনি তা না শুনে তর্কে লিপ্ত হন। এ সময় অহনা গাড়ি থেকে নেমে নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন।

কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখে ট্রাক ছেড়ে দেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় নিয়ে একটি পিলারের সাথে চারবার বারি দেয় এবং উত্তরার ১২নং সেক্টরে গিয়ে ট্রাকচালক সজোরে ব্রেক কষলে গাড়ি উল্টে যায় এবং অহনা ছিটকে গিয়ে পড়ে মারাত্মক আহত হন। সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত