249010

যে দলের সমর্থনে নায়িকাদের নিয়ে গ্যালারিতে হিরো আলম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এ আজ দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো রংপুর রাইডার্স-রাজশাহী কিংস। বাংলাদেশ সময় দেড়টায় অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুইদল। আর এই ম্যাচে প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে ছিলেন হিরো আলম। এদিকে রাজশাহীর দেওয়া ১৩৬ রানের টার্গেটে ৫ রানে হেরে যাই রংপুর।মাশরাফির দল রংপুর রাইদার্সের খেলা দেখতে পুরো সময় গ্যালারিতে ছিলেন হিরো আলম। দারুণ ক্রিকেটপ্রমী হিরো আলম। সুযোগ পেলেই স্টেডিয়ামে ছুটে যান তিনি। রাজশাহী কিংসের বিপক্ষে আজ মাঠে নেমেছিলো হিরো আলমের প্রিয় দল রংপুর।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি উত্তরবঙ্গের ছেলে। নিজের মাটিকে ভালোবাসি। তাই রংপুর রাইডার্স আমার পছন্দের দল। গতবারও তাদের খেলা দেখতে স্টেডিয়ামে ছিলাম। এবারও আছি। ভবিষ্যতেও থাকবো। আমি চাই দলটি জিতে যাক।’তিনি আরো বলেন, ‘গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবো আশা রাখি। খেলা দেখতে খুব ভালো লাগে। প্রিয় দলের খেলা হলেই আমি স্টেডিয়ামে এসে দেখার চেষ্টা করি। আগামী খেলাগুলোও দেখবো ইনশাল্লাহ।’

ad

পাঠকের মতামত