249002

অহনাকে শাস্তি দিতে চেয়েছি

বিনোদন ডেস্ক : ‘গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর এক তরুণী এসে তর্কাতর্কি শুরু করে। ট্রাক থেকে নামতে শাসায়। একপর্যায়ে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় সে। কোনোভাবে তাকে বোঝানো যাচ্ছিল না। পরে সে ট্রাকের দরজায় উঠে পড়ে। এমন অবস্থায় তাকে ট্রাকের দরজায় রেখে গাড়ি চালাতে শুরু করি। তর্কাতর্কিতে জড়ানোয় তাকে শাস্তি দিতে চেয়েছি।’ গতকাল শনিবার অভিনেত্রী অহনা রহমান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর বেপরোয়া ট্রাকচালক সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুর্ঘটনার ব্যাপারে এই বয়ান দিয়েছে। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী রুমনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।গত শুক্রবার বিকেলে অহনাকে দেখতে হাসপাতালে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় তিনি দায়ী ট্রাকচালককে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন।

গত বুধবার গভীর রাতে শুটিং স্পট থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে উত্তরার বাসায় ফিরছিলেন অভিনেত্রী অহনা। উত্তরা ১২ নম্বর সেক্টরে পৌঁছালে একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে তিনি গাড়ি থামিয়ে ট্রাকের দরজায় উঠে চালককে নামতে বলেন। তখন হঠাৎ দ্রুতগতিতে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে চালক। আর অহনা ট্রাকের দরজায় বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ট্রাকচালক কষে ব্রেক করে। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন অহনা। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় মামলা করেন অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু।

উত্তরা-পশ্চিম থানার ওসি আলী হোসেন বলেন, গ্রেফতারের পর চালক ও তার সহকারী দুর্ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। অহনার খালাতো বোন মিতু বলেন, শরীরের বিভিন্ন স্থানে এখনও ব্যথা অনুভব করছে অহনা। দু-এক দিন পর চিকিৎসকরা তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।মিতু আরও জানান, ঘটনার সময় ট্রাকচালক নেশাগ্রস্ত ছিল। তার কাছে নেশাজাতীয় পানীয়র বোতল ছিল। পুরো ঘটনাটি তিনি (মিতু) ভিডিও করেছেন।পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাকচালক সুমন মিয়া দাবি করে, ঘটনার সময় সে মদ্যপ ছিল না। আকস্মিকভাবে এমন ঘটে গেছে। তবে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অহনার সঙ্গে দুর্ব্যবহার করছে সুমন মিয়া।

ad

পাঠকের মতামত