248400

রাজশাহীর দেয়া ১২৫ রানের লক্ষে ব্যাট করছে কুমিল্লা দেখুন (লাইভ)

স্পোর্টস ডেস্ক: বিপিএলের দশম ম্যাচে আফ্রিদির বোলিং তোপে ১২৪ রানেই থেমে যায় রাজশাহীর কিংস। এর আগের ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল রাজশাহী কিংস। মাহমুদউল্লাহর দলকে হারিয়েছিল সাত উইকেটের বড় ব্যবধানে। কিন্তু পরের ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিরাজের রাজশাহী। তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে গড়েছে মাত্র ১২৪ রান।নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মিরাজরা। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দুজন মাত্র কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন। এ ছাড়া অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে। অধিনায়ক মিরাজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে ৩০ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। কিছুটা চেষ্টা করেন তরুণ জাকির হাসান, ২৬ বলে ২৭ রান করেন। আর উদানা করেন অপরাজিত ৩২ রান।

কুমিল্লার হয়ে রাজশাহীকে ভুগিয়েছেন পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদি ও বাংলাদেশি পেসার সাইফউদ্দিন। আফ্রিদি চার ওভার বল করে মাত্র ১০ রান খরচায় তিন উইকেট পান। আর সাইফ তিন ওভারে ২৫ রানে দুটি উইকেট নেন। এ ছাড়া আবু হায়দার রনি ২.৫ ওভারে ৩৭ রান দিয়ে দুটি উইকেট পান।

https://youtu.be/QbSYbAaQTsY

ad

পাঠকের মতামত