243550

২০৩২’এ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ : ডব্লিউইএলটি

২০৩২ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ। লন্ডন ভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এতথ্য দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০১৯ নামে যে তালিকা প্রণয়ন করতে যাচ্ছে তাতে বাংলাদেশের এ অর্জন উঠে এসেছে।আগামী ১৩ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫টি শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় আসন করে নেবে। আগামী বছর বা নতুন বছর বাংলাদেশের অবস্থান এ আসনে ৪১তম থাকলেও বেশ দ্রুতই বাংলাদেশ অর্থনৈতিক অর্জনে গতি ফিরে পাবে। এবং ২০৩২ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম অর্থনীতির দেশ। লন্ডন ভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এতথ্য দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০১৯ নামে যে তালিকা প্রণয়ন করতে যাচ্ছে তাতে বাংলাদেশের এ অর্জন উঠে এসেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস সিইবিআর আরো বলছে, ২০২৩ সালেই বাংলাদেশ বিশে^র ৩৬ ও ২০২৮ সালে ২৭তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। সিইবিআর একটি আন্তর্জাতিক অর্থনৈতিক পূর্বাভাস প্রতিষ্ঠান।

এটি আরো বলছে চীন ২০৩২ সালের মধ্যে অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। সিইবিআর বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক আকার বিশ্লেষণ করে আগামী ১৫ বছরে কি ধরনের পরিবর্তন হবে তার পূর্বাভাস দিয়েছে। এধরনের পূর্বাভাসে বলা হয়েছে এশীয়ার অনেক দেশের অর্থনৈতিকভাবে উত্থান ঘটবে যার অন্যতম বাংলাদেশ। প্রবাসী আয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এ উত্থান আরো গতিশীল হয়ে উঠতে পারে।সিইবিআর’এর প্রতিবেদনে আরো বলা হয়,ধরনের অন্যতম পরিবর্তনের উল্লেখযোগ্য দুটি উদাহরণ হচ্ছে ২০৩২ সালে বাংলাদেশ যেমন ২৫টি শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় উঠে আসবে তেমনি পাকিস্তান এ তালিকায় ২৭তম স্থানে থাকবে।

ad

পাঠকের মতামত